নড়াইলে তাসরীন আল-উম্মাহ্ হিফ্জ একাডেমি কমপ্লেক্স এর ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহাফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 day ago

নড়াইলে তাসরীন আল-উম্মাহ্ হিফ্জ একাডেমি কমপ্লেক্স এর ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহাফিল অনুষ্ঠিত।

নড়াইল প্রতিনিধি: নড়াইলে তাসরীন আল-উম্মাহ্ হিফ্জ একাডেমি এন্ড কমপ্লেক্সে এর সভাপতি সৈয়দ শওকাত আলী, ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির নান্নুর সার্বিক ব্যাবস্থাপনায় এ তাফসীরুল কোরআন মাহাফিল অনুষ্ঠিত হয়।

 

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে বাদ আছর শহরের আলাদাৎপুর কবরস্থানের সামনে নড়াইল তাসরীন আল-উম্মাহ্ হিফ্জ একাডেমি এন্ড কমপ্লেক্সে এর সামনে মুহাদ্দিস শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসার হাফেজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এই তাফসীরুল কোরআন মাহাফিল শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির। প্রধান মুহাদ্দিস হিসাবে উপস্থিত ছিলেন মাও: মুসতাক আহম্মেদ, বিষের মুহাদ্দিস হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ওয়া কিউ উজ্জামান, (খতিব কেন্দ্রীয় জামে মসজিদ নড়াইল)।

error: Content is protected !!