নড়াইলে ইসকন নিষিদ্ধের ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 5 hours ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় উসকন দের নিষিদ্ধ করণের দাবিতে নড়াইলের সংগ্রামী ছাত্র মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

২৭ নভেম্বর (বুধবার) বিকালে মিছিল সহকারে নড়াইল শহরের মেন মেন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে এসে সমাবেত হন।

পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন, মাওলানা ইয়াসিন আজহারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা সাখার সমন্বয়ক রিফায়েতুল হক, নড়াইল জেলা বিএনপির নেতা এ্যাডভোকেট মাহাবুবুল মোর্শেদ জাপলসহ আর-ও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তন্তে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় দাসকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। এ সময় ইসকন অনুসারীদের হামলায় আইনজীবী আলিফ নিহত হন।

error: Content is protected !!