সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ জুলাই আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে ২০২৪ সালের জুলাই আগষ্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্বরণে ও তাদের পরিবারের উপস্থিতিতে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইল জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, (সিও), অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল জেলা ছাত্র সমন্নয়ক কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জুলাই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনে নড়াইলে যারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বা চিকিৎসা নিতে পারছেন না আমরা তাদের খোঁজ খবর নিয়ে তালিকা করছি।
যদি এমন কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এর মধ্যে যদি কারো চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগে বা (সি,এম,এইচে) চিকিৎসা করা সম্ভব হয় আমরা সে ভাবেই চেষ্টা করবো।
আলোচনা সভা শেষে, ২০২৪ সে জুলাই আগষ্ট মাসে আওয়ামী সরকারের পতনে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।