সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর থানা ও পৌর কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫শে মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা সাখার সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল। এবং অনুষ্ঠানের সার্বিক সঞ্চলনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল দুই আসনের মাননীয় সাংসদ মাশরাফি বিন মুর্তজা (এমপি সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হক (সাচ্চু), ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান (বাবু)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামউদ্দিন খান (নিলু), বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, ভিপি শাহজালাল মকুলসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ,শ্রমিকলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের ভিতরে সকল বিভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক কে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি তে কোন চাঁদা বাজ দূর্নীতি বাজ, নেশাগ্রস্ত এমনকি পরিবারের রাজনৈতিক অবস্থান ঠিক আছে কিনা এসকল বিসয়ে যাচাই বাছাই করে একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি নির্বাচিত করা হবে।
পরে দ্বিতীয় অধিবেশনে সকলের তথ্য পাথ্য যাচাই বাছাই এবং সকলের মতামত নিয়ে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম মিশাম, ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান নান্নু কে। এবং পৌর কমিটিতে মোহাম্মদ ফিরোজ শেখ কে সভাপতি এবং চৌধুরী নাহিদ ইকবাল পায়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।