নড়াইল সদর থানায় ২৫০ বস্তা টিএসপি সার কোর্টের নির্দেশে নিলাম

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর থানায় প্রকাশ্যে ২৫০ বস্তা টিএসপি সার আদালতের নির্দেশে নিলাম করা হয়েছে। ৯ই জুলাই (রোববার) সকাল ১০ টার দিকে সদর থানা কম্পাউন্ডে এ টিএসপি সার নিলাম করা হয়। থানা সূত্রে জানা যায়,নড়াইল সদর থানার মিস কেস নং -১৪/২৩ (এন) নড়াইল সদর থানার জিডি নং -৮২৮ গত ১৭ জুলাই ২০২৩ এর মূলে জব্দকৃত আলামত ২৫০ বস্তা টিএসপি সার উদ্ধার করে পুলিশ। যার প্রতিটি বস্তা ওজন ছিল ৫০ কেজি।

নড়াইল জেলা সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর আদেশে ৯ জুলাই রবিবার সকাল সাড়ে নয়টায় সদর থানার কম্পাউন্ডে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এসময় নিলামে অংশ গ্রহণ করে বিভিন্ন সার ব্যবসায়ী’রা নিলামে ২ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা সর্বোচ্চ দাম দিয়ে ২৫০ বস্তা টিএসপি সার নিলামের মাধ্যমে ক্রয় করেন সদর উপজেলা তালতলা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ব্যবসায়ী খন্দকার আবুল বাসার মোল্লা।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!