নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কৃতি শিক্ষার্থী দের সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান

লেখক:
প্রকাশ: 2 years ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর আয়োজনে ১৯৮৬ সালের ব্যাচের বন্ধু দের ছেলে মেয়েদের কৃতি শিক্ষার্থী দের মধ্যে সম্বর্ধনা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল (রবিবার) সকাল দশটায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর কুড়িগ্রাম নিজ বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরু তে ৮৬ ব্যাচের বন্ধুবর দের যে সকল ছেলে মেয়েরা উচ্চতর শিক্ষার জন্য বিভিন্ন দেশে ও বিদেশে সাফল্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করায় তাদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এবং পরে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দদের দুপুরে ভোজনের ব্যাবস্থা করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথি দের মধ্যে ৮৬ সালের ব্যাচ ছাড়াও উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ কালিয়া পৌরসভার মেয়র ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক জোটের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরপরই ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীদের সমন্নয়ে বিনোদন মুলক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
error: Content is protected !!