হলাপ্রুসাই মারমা,খাগড়াছড়ি::
কৃষি মন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক বলেছেন,‘বিএনপি ক্ষমতায় আসলে খাদ্য সংকটে মানুষ মারা গেছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সারসহ কৃষি পন্যের দাম বাড়িয়েছে। সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তখন চাষের জন্য সার পাওয়া যেত না । সার সংকট আন্দোলন করায় বিএনপির আমলে আন্দোলনরত ১৯ কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল।
গত ১৪ বছরে আওয়ামী লীগের মেয়াদকালে কোন খাদ্য সংকট হয়নি । না খেয়ে কোন মানুষ মারা যায়নি। বর্তমান সরকার সারের দাম কমিয়েছে। গত ১৪ বছরে সরকার কৃষিকে সর্বোচ্চ গুরত্ব দিয়েছে বলেই দেশে আজ কোন খাদ্য সংকট নেই।
কৃষিমন্ত্রী আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ির ভাইবোনছড়ার মিলেনিয়াম হাইস্কুল মাঠে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কৃষক সম্মেলনে এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন,‘পার্বত্য চট্টগ্রামে কফি, কাজুবাদাম চাষ সম্প্রসারণের উৎপাদন বাড়িয়ে মিলিয়ন ডলার আয় করা সম্ভব। ভবিষ্যতে কাজুবাদাম আর আমদানি করতে হবে না বরং আমরা রপ্তানি করব। ’ আগামী বছর পাহাড়ে বিনামূল্যে ২০ লাখ কাজু বাদাম ও ২০ লাখ কফির চারা বিতরণ করা হবে ।
কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি,শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও পুলিশ সুপার মোঃ নাইমুল হকসহ জেলা আওয়ামীলগি, মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।