দূর্ভাগ্য
মুহাঃ মোশাররফ হোসেন
ভাগ্যে যাহা আছে
কে খন্ডাতে পারে?
কর্ম যাহা পাইবে তাহা
কেনো আহাজারি করে?
যেমন কর্ম তেমন ফল
পড়ে আছে নিয়তির বেড়াজালে,
বিচারকের রায় উলটানো নাহি যায়
পড়ে কঠিন গ্যাড়াকলে।
মনের জ্বালা নিভানো নাহি যায়
হয় অন্তর পুড়ে ছাঁই,
কার জ্বালা কে পোহাবে
পাল্টানোর উপায় নাই।
কর্মের ভূলে কপাল পোড়ে
হয়ে যায় দূর্ভাগ্য,
ভাগ্য যে আছে কর্মে
বুঝিতে নাহি পারে হয়ে যায় হতভাগ্য।
কত কষ্ট সহ্য করিয়ে
দাড় করেছে এই সংসার,
সব কষ্টই হয়েছে বৃথা
গিলানি নিতে হয়েছে আবার।