দিরাইয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয় বন্ধ
লেখক:
প্রকাশ: 2 years ago
শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধি
সিলেট বিভাগ শিক্ষায় পিছিয়ে থাকা হাওরাঞ্চলের দিরাইয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে উপজেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখেছেন শিক্ষকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী রমজান ও ঈদের ছুটি শেষ হয় গত ২৬ এপ্রিল। ২৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে উপজেলার সবকটি বিদ্যালয়ই বন্ধ থাকতে দেখা যায় এতে শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পিতা কামরুল ইসলাম জানান, এমনিতেই আমাদের এলাকার বিদ্যালয়গুলোতে ঠিকমত পাঠদান করা হয় না। অনেক দিন অনেক শিক্ষক উপস্থিত থাকেন না। সরকারি দীর্ঘ ছুটি শেষ হওয়ার পরও গত বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ রাখা হয়। শিক্ষায় পিছিয়ে পড়া হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দিনদিন অবনতির দিকে যাচ্ছে। হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকলাক হোসেন বলেন, আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। অধিকাংশ শিক্ষকই শহরে বসবাস করেন। যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় প্রায়ই শিক্ষকরা বিদ্যালয়ে আসেন না। এলাকাবাসী একাধিকবার শিক্ষকরা বিদ্যালয়ের না আসার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি। বৃহস্পতিবার বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও বন্ধ রাখা হয়, আমি শিক্ষকদের সাথে বারবার যোগাযোগ করেও কোন লাভ হয়নি। পিছিয়ে পড়া হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা আমাদের। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, গত মাসিক সভায় প্রধান শিক্ষকগণ তাদের সংরক্ষিত ছুটি থেকে বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি অবগত করেছিলেন, তবে আমি জেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলে বিদ্যালয় বন্ধ রাখার অনুমতি আনতে পারিনি।