দিরাইয়ে বেকার যুব মহিলাদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

দিরাইয়ে বেকার যুব মহিলাদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শাহিদুর রহমান, দিরাই উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার বেকার যুব মহিলাদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১ টায় দিরাই বাজারস্থ ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের অফিসে এর উদ্বোধন করা হয়।

ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী,
দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান এড.রীপা সিনহা, ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন,উপজেলা যুব উন্নয়ন উপ সহকারী কর্মকর্তা মোঃ জহির রায়হান, প্রশিক্ষক ববিতা দাস,সনি বর্মন, প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সহযোগিতায় ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দিরাইয়ের ৩২ জন বেকার যুব মহিলা অংশ নিয়েছে।

error: Content is protected !!