দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে।

আজ বিকেল চারটায় দিরাই মডেল উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাধারনের মাঝে বাড়তি আমেজ দেখা গেছে। উদ্বোধনী ম্যাচে ধীত স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয় পায় সুনামগঞ্জ সদর সেবুল স্পোর্টিং ক্লাব।

জানা গেছে, টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিয়েছে। এতে চ্যাম্পিয়ন দলকে পৌর আওয়ামিলীগ সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট আজিজুর রহমান বুলবুলের অর্থায়নে স্বর্নের নৌকা পুরস্কার দেওয়া হবে।

সুুুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক ও পৌর মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেন গুপ্তা এমপি বলেন, যুব সমাজ দেশের অমুল্য সম্পদ, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ও বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, উপজেেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার, আসাদ উল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, লিয়াকত মিয়া, আশরাফ মিয়া, আবুল কাসেম, যুবলীগ নেতা লালন মিয়া, কামরুল হক, কামনাশীষ রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান প্রমুখ।

error: Content is protected !!