শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় রুম্মান হোসেন (১৮) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।রুম্মান হোসেন দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের প্রবাসী আগুর মিয়ার ছেলে।তারা বেশ কিছুদিন যাবত দিরাই পৌর সদরের দাউদ পুর গ্রামে বসবাস করে আসছেন। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রুম্মান হোসেন ঘর থেকে বের হয়ে যায়, দুপুরের দিকে ঘরে ফিরে মাকে বলে যে আমি টাইগার (কোমল পানীয়) খেয়েছিলাম এখন আমার অশান্তি করছে বলে কিছু সময়ের মধ্যেই রুম্মান হোসেন মাটিতে ঢলে পড়ে।
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ইসলাম পিংকি তাকে মৃত ঘোষণা করেন। তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন বলেন, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।