দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বয়স্কদের কুরআন শিক্ষার আসর চালু

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বয়স্কদের কুরআন শিক্ষার আসর চালু

শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধিঃ

বৃটনে বসবাসরত দিরাই-শাল্লার প্রবাসীদের সেবামূলক সংগঠন ’দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’ প্রতিষ্ঠা লগ্ন থেকেই একের পর এক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে যা সর্বোপরি প্রতিয়মান।

এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে দিরাই শাল্লার ৩১ টি মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বয়স্কদের কুর’আন শিক্ষার আসর চালু করা হয়েছে।

এই মহতি কার্যক্রম আগামী ২৭শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। ’দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উক্ত মহতি কার্যক্রমে স্থানীয় উলামায়ে কেরামগণ তাদের ভূয়সী প্রসংসা করেন এবং মহান আল্লাহার দরবারে তাদের সুস্থ সুন্দর নেক হায়াত কামনা করেন।

বিশস্ত সূত্রে জানা যায় যে , দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে কতৃক শাল্লা উপজেলায় বেশ কিছু অসহায় হত দরিদ্র পরিবারকে বসতঘর পুননির্মাণ করার কাজও শুরু হয়েছে

error: Content is protected !!