দিনাজপুর সদর উপজেলা ১নং চেহেল গাজী ইউনিয়ন ভুমি অফিস পেরাচি ঘেষে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যাবসা করে যাচ্ছে

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সদর উপজেলা ১নং চেহেল গাজী  ইউইনিয়ন ভুমি অফিসস পেরাচি ঘেষে দুইটা পানের দোকানে একাধিক মাদক সোম রাগী সেলিনা খাতুন (সেলি) বাসায় সি সি কেমেরা লাগিয়ে মাদক ব্যবসা করে আসছে। সদর উপজেলা সহ ১৩ উপজেলায় মাদক গাঁজা পাইকারি হোল সেলার হিসেবে কোটি টাকা মালিক হয়েছে তার কর্মচারি ২০ জন ছেলে ও মেয়ে, তাঁর ছেলে, জামাই ভাতিজা, ভাই সহ আরো ও অনেকে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় মাদকের মেলার মতো মাদক কিনতে ছাত্র সহ বিভিন্ন ধরনের মানুষ মাদক বিক্রি হচ্ছে। রাস্তা যানজট সৃস্টি করে মোটরসাইকেল বাইসাইকেল মাইক্রোবাস কার অটোরিকশা হেঁটে পর্যন্ত আছে, লাখ টাকার মাদকদ্রব্য বিক্রি হচ্ছে প্রতিদিন, গনমাধ্যম কর্মীরা সরেজমিনে অনুসন্ধান করলে, এলাকার ভুক্তভোগী বিটুল, রবিন, সোবহান, মিঠুন, খলিল, জগদীশ, ছালাম,মাহবুব সহ আরো অনেকে জানায় আমাদের পরিবেশ শেষ করে দিচ্ছে মাদক বিক্রি করে। তারা এলাকার লোল, ভুক্তভোগীরা প্রতিবাদ করার সাহস পায় না বলে, প্রশাসনের হস্তখেপ কামনা করেছেন।

error: Content is protected !!