মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ
দি চাইল্ড কেয়ার একাডেমি এর নতুন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ আলম।
সহকারি শিক্ষকা শারমিন খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফারুক আহমেদ, পরিচালক, ড্রেস সেন্টার, গোদাগাড়ী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষকা রুমা খাতুন, রোজিনা খাতুন, মিতুয়ারা অভিভাবক জামিলা প্রমুখ। প্রধান অতিথি বলেন, সন্তানের প্রতি অভিভাবকদের বিশেষ দৃষ্টি দিতে হবে।
তারা বিদ্যালয়ে আসছে কি-না তার খোঁজ রাখতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। তাই অভিভাবকদের কাছে অনুরোধ করছি তাদেরকে এই বয়সে মোবাইল ফোন দিবেন না।