তৃনমূল দলের দিল্লির আন্দোলনের ঢেউ এবার কলকাতার রাজভবনে কাল তৃনমূল দলের রাজভবন ঘেরাও

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিম বাংলা র পাওনা টাকা আদায় ও একশত দিনের কাজের দাবিতে গতকাল দিল্লি অভিযান পরিচালনা করেন তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী। কিন্তু তার গণআন্দোলন কে যখন দিল্লি র রাজপথে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন চলছে তখন বাঁধার সম্মুখীন হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। গতকাল তৃনমূল দলের দিল্লি অভিযানের সময় তাঁকে দিল্লি র কৃষি ভবন থেকে জোরপূর্বক তাকে হে নাস্তা করে দিল্লি কেন্দ্রীয় পুলিশ।

এবং তাকে কৃষি ভবন থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তার সাথে ছিল পশ্চিম বাংলা থেকে আগত তৃনমূল দলের এম পি রা এবং পশ্চিম বাংলা বিধান সভার সদস্যদের বিশাল অংশ। তার সাথে পশ্চিম বাংলা থেকে গিয়েছিল তৃনমূল দলের পশ্চিম বাংলা র রাজ্যে কমিটির সদস্যরা। এবং তৃনমূল দলের জেলা ও ব্লক কমিটির সদস্যরা। প্রথম দিনে দিল্লি র গান্ধী ময়দান ছাড়তে বাধ্য করেন দিল্লি পুলিশ। তার পরদিন দিল্লি র যন্তরমন্তর রোড থেকে যখন কৃষি ভবনের দিকে অগ্রসর হন তখন মিছিলে গতিরোধ করে দিল্লি পুলিশ।

তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক ব্যানার্জী তার দলবল নিয়ে কৃষি ভবন পৌঁছে যান এবং কৃষি দপ্তর এর প্রতিমন্ত্রী সাথে দেখা করতে চান। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী না আসায় তিনি আন্দোলন শুরু করেন। তখন দিল্লি পুলিশ এসে জোরপূর্বক তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে এবং পশ্চিম বাংলা মানুষের ন্যায় অধিকারের দাবিতে এবং পশ্চিম বাংলা র বকেয়া টাকা দেবার দাবিতে আগামী কাল কলকাতার রাজভবন ঘেরাও করার ডাক দিয়েছেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের নেতৃত্ব। সেই সঙ্গে গতকালের দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ জানিয়ে এবং অভিষেক ব্যানার্জী র গ্রেপ্তারের প্রতিবাদে আজ পশ্চিম বাংলা র বিভিন্ন জেলায় এবং ব্লকে ব্লকে বিক্ষোভ প্রদর্শন করে তৃনমূল দলের নেতৃত্ব। এদিন পশ্চিম বাংলা র দার্জিলিং এর পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃনমূল দলের বিক্ষোভ প্রদর্শন দেখা যায়।রাস্তা আটকে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

error: Content is protected !!