মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
বাংলাদেশের বিভিন্ন স্হানের মত
মৃদু বাতাস ও ঘনকুয়াশায় রাজশাহীতে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাস ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
রাত যত গভীর হয় ততই বাড়ছে শীত। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝড়ছে কুয়াশা। সকালে সূর্যের মুখ দেখা গেলেও কনকনে ঠান্ডা কমছে সহজে।গরম কাপড়ের অভাবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন রাস্তার পাশে, বাড়ির উঠানে খঁড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এই ঠান্ডায় কাজে গিয়ে অনেকে আবার অসুস্হ হয়ে পড়ছে। তবুও নিরুপায় হয়ে ঘর ছেড়ে বাইরে বের হতে হচ্ছে অনেককে।
তীব্র শীতের কারণে স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। কোনো কোনো স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলেও জানা যায়। কিছুটা হলেও উদ্বেগের কারণ ঘটেছে কৃষিক্ষেত্রে। জানা গেছে শীতের প্রভাব পড়েছে বোরো ও আলুর ফলনে।বীজতলা ও জমি লাগানোর কাজে কিছুটা হলেও বিঘ্ন ঘটছে।