অমিতাভ মল্লিক ঃ
যশোরের মনিরামপুর প্রচন্ড তাপের ও লোডশেডিং এর কারণে তালপাতা তৈরি হাত পাখার দাম বৃদ্ধি পেয়েছে। ৬-ই জুন মজ্ঞলবার মণিরামপুর বাজারে হাত পাখা নব্বই টাকায় বিক্রি করছে দোকানীরা । ক্রয় মূল্য ৩০/৩৫ টাকা হলেও বিক্রিয় মূল্য ৯০/১০০ টাকা। ৫-ই জুন প্রতিটি হাত পাখার মূল্য ছিল মাত্র ২০ থেকে ৩০ টাকা। এক দিনের ব্যবধানে তালের হাত পাখার মূল্য দ্বিগুণ এর ও বেশি হয়েছে ।
এ বিষয়ে দোকানীরা জানায়, গরমে হাত পাখার চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম একটু বেশি বেড়ে গেছে।আমরা নওয়াপাড়া বাজার থেকে বেশি দামেই ক্রয় করছি।
এ সময় মনিরামপুর থানার এসআই আবু বক্কর হাতপাখা কিনতে আসেন ৯০ টাকা দাম চায় দোকানী। একপর্যায়ে দর ঠিক করেন ৮০ টাকায় কিন্তু সৎ পুলিশ অফিসার হাত পাখার মূল্য বেশি হওয়ায় হাতপাখা কিনতে অপারগতা প্রকাশ করেন । তালের পাতার তৈরি হাত পাখা না কিনেই তাকে ফিরে আসতে হয়।
অনিচ্ছা শর্তে ক্রেতারা হাতপাখার মূল্য বেশি হওয়ায় ক্রয় করতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং ব্যর্থ হয়ে হয়ে ফিরে যাচ্ছে।