ঢাকুরিয়া বাজারে শুরু হয়েছে তৃতীয় তম শ্রী শ্রী গনেশ পূজা ও লিলা কীর্তন 

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago
Exif_JPEG_420

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোর মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে , শ্রী শ্রী গনেশ পূজা ও লিলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ
১লা বৈশাখ, (১৪) এপ্রিল, ২০২৪,রবিবার ,উপজেলার ঢাকুরিয়া বাজার নিমতলা নামক স্থানে, ঢাকুরিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, শ্রী শ্রী গনেশ পূজা ও লিলা কীর্তনের আয়োজন করা হয়।  এ বছরের প্রথমবারের মতো, উপজেলার ঢাকুরিয়া বাজারে ঐতিহ্যবাহী ও প্রাচীন নিম গাছের তলায় অস্থায়ী,ধর্মীয় প্রতিষ্ঠানে, তৃতীয় বারের মতো  শুরু হয়েছে , শ্রী শ্রী গনেশ পূজা ও লিলা কীর্তন। রবিবার সন্ধ্যায়, নিমতলায় অস্থায়ী গনেশ মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল, পূজা-অর্চনা লিলা কীর্তন ও প্রসাদ বিতরণ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন  লাভলু।
error: Content is protected !!