ডেঙ্গু জ্বর

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন

মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।
সে কি তার ডাক শুনিবে ডেঙ্গু মুক্তির আশ্বাসে?
চিকুনগুনিয়া বাঁধিছে বাসা লক্ষ কোটির নিশ্বাসে ।
তোমার ঘরে মন হরষে এডিস মশার জন্মিছে প্রাণ
এডিস মশা শুল বিঁধিয়ে গাঁইছে সদা মরন গান ।

হে মানুষ ! তোমরা জাগো ,বাঁচাও প্রাণ কাঁধেতে মিলায়ে কাঁধ,
বাংলা জুড়ে জাগিছে আজ ডেঙ্গু জ্বরের উৎপাত !
স্বচ্ছ পানি ,ফুলের টপ, এসি- ফ্রীজ আছে কার ?
থাকে যদি বদ্ধ পানি ফেলে দাও তুমি তার’
তুমি বাঁচ, দেশ বাঁচাও এই আমার আবদার ।

চেয়ে দেখো তোমার ভুলে মরিছে কতো বাংলা জুড়ে-
ধবংস কর নিবাস তাহার যত সে আপন নীড়ে-
কত সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !

শোন হে শোন করি ফরিয়াদ নাহি করো দূর্নীতি-
ডেঙ্গুর প্রাচীর ভাঙ্গিতে ওই গড়ে যাও সম্প্রীতি ।
উৎসব তোলে ঘরে ঘরে চৌদিক রাখো পরিস্কার-
নিপাত করো ডেঙ্গুর নিবাস সুস্থ সবল থাকিবার ।

কতো সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !
মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।

error: Content is protected !!