এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ ডুমুরিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: নাজমুল হক।
অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের পরিবেশ বান্ধব প্রকল্পগুলো বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে এবং ট্রেনিং পরবর্তী সময়ে প্রতিটি বাড়িতে বায়োগ্যাস প্ল্যাট স্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান ও অংশগ্রহণকারীদের যথাযথভাবে প্রশিক্ষণটি গ্রহণ এবং জ্বালানীর চাহিদা পূরণে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কতটা পরিবেশ বান্ধব তা বিশদভাবে ব্যাখ্যা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় যুবকদের কাজ করার অনুরোধ জানান।