এস,কে বাপ্পি,খুলনা ব্যুরো:
খুলনার ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের অর্থায়নে ৩আগস্ট বৃহস্পতিবার সকালে২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান সরকারী, বেসরকারী জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।ডুমুরিয়া সদরের সাজিয়াড়া মাদ্রাসা পুকুরে ৮০ কেজি রুইজাতীয় গুনগতমানের পোনামাছ অবমুক্ত করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তাজয়দেব পাল, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিকসহ উপজেলা জলাভূমি নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও পোনামাছ অবমুক্তকরন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন।মৎস্য অধিদপ্তরের অর্থায়নে এ বছর ২০২৩/২০২৪ অর্থবছরে খুলনা সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার হতে। উপজেলার ৮.২৫ হেক্টর আয়তনের ৩০ টি জলাশয়ে ৪৯৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি সাংসদ নারায়ন চন্দ্র চন্দ বলেন। পোনামাছ অবমুক্তির ফলে এ সকল জলাশয়ে মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। ফলে দেশের দারিদ্র বিমোচন ঘটবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে।