ডিবি পুলিশ প্রধান হারুনকে বদলি

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদকে বদলি করা হয়েছে।

বদলির পর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রা্ইম অ্যান্ড অপারেশন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বদলির এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা হারুনের স্থলে নতুন ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান।
অন্যদিকে আশরাফুজ্জামানের স্থলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন এখন মহিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে হেফাজতে নিয়ে আলোচনার জন্ম দেন ডিবিপ্রধান হারুন।

ওই সমন্বয়কদের মধ্যে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন।
গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাঁটাচামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো?

জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’
২০২২ সালের ১২ জুন ডিএমপির ডিবিপ্রধান হিসেবে যোগ দেন হারুন। এর আগে একই বছরের ১১ মে হারুন-অর-রশীদকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। তারও আগে হারুন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সি, বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!