ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ছাতা উপহার দিলেন এম.এফ.আই

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

জাবির আহমেদ জিহাদ:
দেশে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলানো শিক্ষার্থীদেরকে ছাতা উপহার দিয়েছোন জনপ্রিয় ফ্রিলান্সিং  প্রতিষ্ঠান মোস্তাফা ফ্রিলান্সিং ইনস্টিটিউট।
শুক্রবার(১৬ আগস্ট)  সকাল ১১ টায় , পশ্চিম ইসলামপুরের গুঠাইল বাজারে ট্রাফিক ব্যবস্থাপনার কাজে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাঝে ছাতা বিতরণ করেছেন এই ফ্রিলান্সিং প্রতিষ্ঠানটি।
এ সময় শহরের ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল এবং যান চলাচল সহজ করায় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, আওয়ামী লীগ অফিস, স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর আসে। পুলিশশূন্য হয়ে পড়ে থানা।  এমন পরিস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছে  সচেতন শিক্ষার্থীরা।
error: Content is protected !!