টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত বিগত ৯ জানুয়ারির জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত মোট এক বছর ৬ মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো।সোমবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।সিনিয়র সচিব মর্যাদায় উপনীত হওয়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।তিনি নির্বাচন নিয়ে কথা বলেন শান্তিপুর্ন ভাবে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু ও মনোরম পরিবেশে নির্বাচন হবে। তিনি আরো বলেন আমরা নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর মত যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার মত যথেষ্ট সক্ষমতা রয়েছে আমাদের। তিনি আরো বলেন আমাদের জনবল রয়েছে ও প্রশিক্ষণ রয়েছে।যদি আইন-শৃঙ্খলা অবনতি ঘটে যেকোনো পরিস্থিতিতে পুলিশ মোকাবেলা করবে ইনশাআল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ সন্ত্রাসবাদি বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী সফলভাবে দায়িত্ব পালন করবে।এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, মোহাম্মদ লুৎফুল কবির চন্দন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), কাজী মাহবুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ মোহাইমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান ও টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

error: Content is protected !!