টুঙ্গিপাড়ায় ঘর পুড়ে যাওয়া কৃষকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান মিলিয়া আমিনুল

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় উপজেলার বসতবাড়ি পুড়ে যাওয়া কৃষকের পাশে দাঁড়ালেন দুই নং বর্নি ইউনিয়নের চেয়ারম্যান মিলিয়া আমিনুল। আগুনে পুড়ে ঐ কৃষক পরিবারের সব কিছু পুড়ে শেষ । অসহায় পরিবারটি টুঙ্গিপাড়া উপজেলার দুই নং বর্নি ইউনিয়নের উওর বাশুড়ীয়া গ্রামের মৃত আসলাম শেখের ছেলে মোঃ সোহাগ শেখ তারা কেউ বাড়িতে না থাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় তার মেয়ে শিউলি অসুস্থ থাকায় তাকে নিয়ে গোপালগঞ্জ হাসপাতালে ছিলেন সবাই।

জানা যায়,রাত আনুমানিক বারোটার সময় আগুন লাগার ঘটনা ঘটে, স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে, কিন্ত ততক্ষনে ঘরে থাকা ধান, আসবাবপত্র সহ সব কিছু পুড়ে শেষ সোহাগ শেখ বলে মেয়েকে নিয়ে হাসপাতালে ছিলাম বাড়িতে কেউ ছিলনা আগুনে পুড়ে আমার সর্বস্ব শেষ এখন আমার আর যাওয়ার জায়গা নেই, আগুন লাগার কথা জানতে পেরে দুই নং বর্নি ইউনিয়নের চেয়ারম্যান মিলিয়া আমিনুল ঘটনা স্হান পরিদর্শন করেন এ বিষয়ে তিনি বলেন বাংলাদেশ সরকারের সহযোগিতা ও নিজ প্রচেষ্টাসহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি আরো বলেন ঘর তৈরির জন্য আমি উপজেলায় কথা বলেছি প্রয়োজনে যা যা করার সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

error: Content is protected !!