ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

হুমায়ুন কবির,ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে শামীম হোসেন ও মন্টু মন্ডল নামের দুই জন নিহত হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হল, বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে শামীম হোসেন এবং নয়ন মন্ডলের ছেলে মন্টু মন্ডল। এ ঘটনায় শামীমের পিতা শামসুল হক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আকালে পলাতক রয়েছে।স্থানীয়ভাবে জানা যায়, পূর্ব থেকেই সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান নিয়ে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের আকালে নামের এক ব্যক্তির সাথে বিরোধ ছিল শামীম হোসেন, রাফি এবং মন্টু মন্ডলের। এই বিরোধের জেরে আজ বিকালে মন্টু ও শামিম সহ কয়েকজন একই গ্রামের আকালে’র বাড়িতে হামলা করে। এসময় আকালে দৌড়ে তার বাড়ির ছাদের উপর উঠে যায়। পরে সে ছাদ থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। গুলিতে মন্টু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় স্থানীয়রা আহত শামীম ও তার পিতা শামসুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শামীম কে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ শামসুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান দ্বন্দের জেরেই গুলি ও হত্যার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

error: Content is protected !!