ঝিনাইদহে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধি :

বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ,শিক্ষক/শিক্ষীকা ছাত্র/ছাত্রী ও কর্মচারীবৃন্দ। বুধবার সকালে স্কুলের মুল ফটকের সামনে এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠানটির প্রায় ৩শত শিক্ষার্থী,শিক্ষক সহ স্থানীয়দের বিক্ষোভ করতে দেখা গেছে।

এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া স্কুল শেষ করে ঝিনাইদহে বাড়ির উদ্যেশে রওনা দিলে তার উপর অতর্কিত হামলা করা হয় তিনি বর্তমানে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। সন্ত্রাসী নয়ন হোসেন,সাজিব হোসেন, তানজিল সহ তার বাহিনীকে অতিদ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তারা। নয়লে আরো কঠোর কর্মসূচীর হুসিয়ারী দেন তারা।এ সময়ে আরো উপস্থিত ছিলেন,সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আশরাফ হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বক্কর মোল্যা,মুছা মিয়া,সহকারী প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম,শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা।

error: Content is protected !!