ঝিকরগাছায় গাছের চারা বিতরণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

সোহেল রানাঃ

“বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ভাষা শহীদদের স্বরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার আশিংড়ী নন্দী ডুমুরিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে ও বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গণেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি মীর ফারুক আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল ইসলাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক সঞ্জয় দাশ,সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, শিক্ষাবিদ আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ২শ’ পিস বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। একই সাথে সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজ সেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর পক্ষ থেকে শিক্ষাবিদ মাস্টার আতাউর রহমান, বিদ্যালয়ের সভাপতি রুহুল আমীন, প্রধান শিক্ষক ইকরামুল ইসলাম ও দাতা সদস্য নূর মোহাম্মদ।

বিদ্যালয়ের পক্ষ থেকে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি মীর ফারুক আহমেদ,এস কে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব, বর্ণিল সমাজকল্যাণের সভাপতি মেহেদি হাসান দিপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

error: Content is protected !!