অনলাইন ডেস্কঃ
ঝালুকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় মাটি বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা ৬ শ্রমিককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে সুগন্ধা নদীতে এ ঘটনায় ঘটে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), মোসলেম মালের ছেলে মো. জাকির মাল (৪৫), তালতলী উপজেলার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (২৭), তৈয়ব আলী জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম (২৫) ও নোয়াখালীর হাতিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল (২৪)।
ওসি নাসির উদ্দীন সরকার বলেন, ট্রলারটি মাটি কেটে একটি ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছিল। মাঝপথে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে ট্রলারে থাকা মাঝিমাল্লারা ইঞ্জিন মেরামত করছিলেন। এসময় পিছন থেকে একটি তেলের জাহাজে ঢাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪