জেলা বিএনপির সদস্যের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: 3 weeks ago

মুন্না ইসলাম আগুন দুর্গাপুর উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ২ বারের সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জননেতা জনাব মোঃ সাইদুর রহমান মন্টুর নেতৃত্বে সাংগঠনিক আলোচনা সভা শেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের উপস্থিতর মাধ্যমে গত ০৯.১২.২৪ ইং তারিখে জিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে ।পরবর্তী জিয়া চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জনাব সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাছানুজ্জামান লাল্টু, হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী উৎপল সরকার,সবেক ৭নং ওয়ার্ড কমিশনার শ্রী সুনিল সরকার সহ অনেকেই। উক্ত সভায় উপস্থিত ছিলেন যুব নেতা মোঃ শফিকুল ইসলাম আজম, মোঃ মাইনুল হক সহ অনেকেই।

জনাব সাইদুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩১.০৮.২০২৪ ইং তারিখে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে শোকস করা হয় । দীর্ঘ সময় পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের সু-স্পষ্ট প্রমাণ না থাকায় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ০৫.০৯.২০২৪ ইং তারিখে তাঁর শোকস প্রত্যাহার করেন রাজশাহী জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা।

এই শোকস প্রত্যাহারের মাধ্যমে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ ও কার্য পরিচালনাতে তাঁর বাঁধা নিষেধ থাকে না। দীর্ঘ দিন রাজনীতিতে সক্রিয় না থাকলেও তাঁর জনসমর্থন ও জনপ্রিয়তার কোন কমতি হয়নি প্রমাণ করেছেন এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে।

সাবেক মেয়র সাইদুর রহমান সাহেবর সাথে কথা বললে তিনি জানান, আমি রাজনীতিক ব্যক্তি রাজনৈতির মাঠে আমার প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। নিজ দলের বা অন্য দলের যে কেউ আমার প্রতিপক্ষ হতে পারে। এতে আমি বিচলিত নয়। কিন্তু দুঃখের বিষয় আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার কিছুই আমার জানা ছিল না। তবে এই শোকসের মাধ্যমে অনেক ভুল সংশোধনের সুযোগ পেয়েছি। কি ছিল ভুল ? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ২ বারের জনগণের ভোটে নির্বাচিত মেয়র ছিলাম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমার সুনাম ক্ষুন্ন করার জন্য অনেকেই আমার নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন। আগামীতে যেনো কোন কুচক্রী মহল এমন সুবিধা নিতে না পেরে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবো ।দলীয় শৃঙ্খলা অবনতি ঘটলে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবো। উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমি রাজনীতি করি জন কল্যাণে, জনগণ সকল ক্ষমতার উৎস এটা আমি বিশ্বাস করি ।

তিনি আরো বলেন, আমি শহীদ জিয়ার আদর্শ মেনে জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী ত্যাগী, নির্যাতিত, জেলা খাটা নেতা কর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলকে সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।

সাইদুর রহমানের শোকস প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের সু-স্পষ্ট প্রমাণ না পাওয়ায় শোকস প্রত্যাহার করা হয়েছে এবং দলীয় কার্যক্রম পরিচালনায় তার আর কোন বাঁধা নিষেধ নাই।

error: Content is protected !!