শরিফুল খান প্লাবন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা প্রশাসনের বিশেষ উদ্যােগে ৩ হাজার শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম ১৯ মে রবিবার বেলা ১২টার সময় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোসারেফ হোসাইন এর সভাপতিত্বে ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর রিপন বিপিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম।
আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মাস্টার,নাজিমুদ্দিন তালুকদার,মোঃ সামুজ্জামান,গিয়াসউদ্দিন মাস্টার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।