জুন মাস থেকে সুন্দরবনের সব পাশ- পারমিট বন্ধ  

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

সুমন হাসান,কয়রা খুলনা প্রতিনিধি: 

প্রতি বছরের ন্যায় এবছরও জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে বলে জানা গেছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সূত্রে জানা যায়, এই তিন মাস সুন্দরবনে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া প্রজন্ম হয়। সুন্দরবনের কোল ঘেষে গড়ে উঠছে খুলনা জেলার ৪ টি থানা দাকোপ,ডুমুরিয়া,পাইকগাছা ও কয়রা এসব থানার কয়েক লক্ষ দরিদ্র জনগোষ্ঠী সুন্দরবনের উপর নির্ভরশীল।

এ বিষয়ে কথা হয় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে মঠবাড়ি কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা ও উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা গ্রামের বেশ কিছু জেলের সাথে। তারা বলেন, সুন্দরবন আমাদের এক মাত্র জীবিকা নির্বাহ করার জায়গা সেটি বন্ধ হলে চরম অর্থনৈতিক সংকটে পড়তে হবে আমাদের ‘কে’। বর্তমান নিত্যপণ্যের যে চড়া দাম তা কিনে খেতে ভোগান্তি পোয়াতে হবে তার ভিতরে আবার ছেলে,মেয়েদের লেখা পড়ার খরচ চালাতে হবে সেটি বা কি করে চালাবো বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটাই দাবি তিন মাসের জায়গায় যদি এক মাস বা দেড় মাস সুন্দরবন বন্ধ থাকে তাহলে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতাম ।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগ ও পরিবেশ বন মন্ত্রণালয় থেকে সুন্দরবনের জেলেদের জন্য কোনো খাদ্য সহযোগিতা দেওয়া হয় না। কিন্তু তাদেরকে তিন মাস খাদ্য সহযোগিতা দেওয়া জন্য সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে।

 

error: Content is protected !!