জীবের যুদ্ধ
শ্রী অনয় চন্দ্র দাস
জীবন নামক যুদ্ধে আমি
করছি লড়াই একা,
যন্ত্রণা আর কষ্টের সাথে
ক্রমেই হচ্ছে দেখা!
পথ চলতে হোঁচট খাচ্ছি
অন্ধকারে রোজ,
ক্লান্ত আমি ভীষণ রকম
নেয় না তো কেউ খোঁজ।
ভেতর ভেতর ডুকরে কাঁদি
হতাশায় শেষ,
এই বুঝি ফুরিয়ে যাই
সেই ভালো হয় বেশ।
কত কিছু সহ্য করে
মানুষ আমি হই,
মনে আমার দুঃখ কত
কারে আমি কই?
পৃথিবীতে আপন বলে
কেউ আর নাই,
জীবন যেন কঠিন ভীষণ
কষ্ট তবু ভাই।
মরার উপর খাড়ার ঘা’য়ে
হচ্ছি আমি পুরু,
একটা যেতেই একটা আসে
এইতো কেবল শুরু!
কত কান্না লুকিয়ে যাবো
হাসি মুখে ভবে?
আমার কি আর মৃত্যুর আগে
দুঃখ শেষ হবে?