জামায়াতের নেতৃবৃন্দ কে আগামীতে রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিতে হবে

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 weeks ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী: 

২০২৫- ২৬ সেশনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীরের শপথ উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নব নির্বাচিত আমীর অধ্যাপক আবদুল খালেক এর শফথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহ কয়েকটি জিনিস সিরিয়াস সতর্ক করেছেন। তার মধ্যে শির্ক একটা। চিন্তা, কথা কাজ ও আইন মানার মাধ্যমে শির্ক হতে পারে। আমরা অনেক সময় বলি ঐ লোক জানে আর আল্লাহ জানেন। তাহলে শির্ক হয়ে গেল। আপনারা শুধু বলবেন অল্লাহু আ’ লাম। আল্লাহ জানেন।

যদি আমরা শির্ক না করি তাহলে কালেমার জোরে আল্লাহ বেহেশতে দিয়ে দিতে পারেন।
জমিনে আল্লাহর আইন চলবে কারো আইন চলবে না এটা বলা ঈমান। আল্লাহর দেওয়া জমিন,বাতাস, খাবার, জীবনের সবকিছু ভোগ করে মানুষের আইন মেনে চলা বা আল্লাহর আইনের পক্ষে কথা না বলাটাই বেঈমানী।

পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে। তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তষ্টি। পিতা মাতাকে সন্তষ্টিতে যদি স্ত্রী বাধা হয় তাহলে চৌকাট পরিবর্তন করার ঘটনা আপনাদের জানা আছে। অতএব কোন অবস্হায় পিতা-মাতাকে আঘাতমুলক কথা কাজ করা যাবে না।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনে জেলা পরামর্শ সভার সদস্য ও উপজেলা আমীর নির্বাচন করা হয়।
নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন ও সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ রফিকুল ইসলাম খান।

error: Content is protected !!