জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জের আলীগঞ্জ বাজারে অটোরিকশা চোর চক্রের মূল হোতা জিয়াসহ গ্রেফতার ৩ সদস্য

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

তুহিনুর রহমান তালুকদার,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে অটোরিকশা চুরির মামলায় ৪ চোরকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া ব্যাটারি চালিত মিশুক গাড়ি উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৫ জানুয়ারি) মিশুক চুরির মামলায় গ্রেফতারকৃত ৪ চোরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার এনায়েতনগর এলাকার মিশুক চালক তাওহিদ মিয়ার গাড়িটি জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটের সামন থেকে চুরি হয়ে যায়। পরে সে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধ জগন্নাথপুর থানায় মামলা করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফীন বলেন, মিশুক চুরির ঘটনায় রানীগঞ্জ সেতুর টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে গত ১৪ জানুয়ারি রোববার রাতে মোহন নামের এক চোরকে আটক করি। পরে তার তথ্যমতে অপর তিন চোরকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।গ্রেফতার কৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার আমিনপুর গ্রামের তালেব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩০), শ্যামারগাঁও গ্রামের আফিক উল্লার ছেলে সুমন মিয়া (৩১), নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের হাসিম মিয়ার ছেলে মোহন আহমদ (২০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে দুলন মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিশুক চুরির মামলায় ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে।

error: Content is protected !!