হলাপ্রু মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শান্তি নগর এলাকার চেঙ্গী নদী দিয়ে ভেসে যাওয়ার সময় লাশটি দেখে খাগড়াছড়ি সদর থানা পুলিশে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে লাশটি দেখতে চেঙ্গী নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমায়।
খাগড়াছড়ির সদর থানার উপপরিদর্শক মোঃ রিয়াজ জানান, খবর পেয়ে নদী থেকে এলাকাবাসীদের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করি। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে লাশটি সুরতহাল করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। তবে মরদেহটি ২/৩ দিন আগের বলেও ধারনা করেন তিনি।