চুয়াডাঙ্গার দর্শনায় ২ মণ রুপা  বারাদী সীমান্তে আড়াই কেজি সোনাসহ মহিলা আটক-২

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

চুয়াডাঙ্গার দর্শনায় ২ মণ রুপা  বারাদী সীমান্তে আড়াই কেজি সোনাসহ মহিলা আটক-২
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গার  দর্শনা পৌর এলাকার   মোবারকপাড়ায় বিজিবি  অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায়  প্রায় দুই মণ রুপা এবং সীমান্তবর্তী নাস্তিপুর থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনার বারসহ এক নারী চোরাকারবারিকে আটক করেছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানায়, বিজিবির একটি টহল দল  বুধবার দুপুর ৩ টায় গোপন সংবাদ পেয়ে দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মোস্তাফা মিয়ার পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে চারটি ব্যাগ থেকে ৭৮ কেজি (প্রায় দুই মণ) রুপা উদ্ধার করা হয়। বাড়িতে লোকজন না থাকায় কাউকে আটক করা যায়নি। বিজিবি আরো জানিয়েছে, দুপুর সাড়ে ৩ টার দিকে  দর্শনার  বাড়াদি ক্যাম্পের বিজিবি টহলদল স্থানীয় নাস্তিপুর কবরস্থান রোডে সন্দেহজনক এক বোরকা পরিহিত নারীকে তল্লাশি করে ২০টি সোনারবার (দুই কেজি ৩২০ গ্রাম) উদ্ধার করে। এ সময় ওই নারীকে আটক করে।আটককৃত নারী নাস্তিপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী শাহানারা(৪৫)।বিজিবি জানায়, উদ্ধার করা রুপার বাজার মুল্য এক কোটি ২০ লাখ এবং সোনার মূল্য দুই কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা।
লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, উদ্ধার করা মালামাল ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং গ্রেফতার নারীকে দর্শনা থানায় সোপর্দ করে মামলা দেয়া হয়েছে।
error: Content is protected !!