চুপ যা

লেখক: বুলবুল হোসেন
প্রকাশ: 1 week ago

চুপ যা
মোঃ বুলবুল হোসেন

সাহস কত
কথা কস চুপ রে,
সময় হলে
একদিন বুঝবি রে।
বরাবর
তুলে দিবো খাঁচাতে
আসবে না
আপন কেউ বাঁচতে।

কথা কম
মুখ বন্ধ রাখ না
অল্পতে
সুখে তুই থাক না।

মেজাজটা
যদি খারাপ হয় রে
ছাড় নেই
দেবো এমন শিক্ষা
আজীবন
করে খাবি ভিক্ষা।

error: Content is protected !!