চিলাহাটি -ঢাকা রুটে নতুন আন্তঃনগর  চিলাহাটি এক্সপ্রেস

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মাসুম বিল্লাহ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চিলাহাটি টু ঢাকা রুটে নতুন আন্তঃনগর “চিলাহাটি এক্সপ্রেস” আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে ( ভার্চুয়াল) উদ্ভোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে চিলাহাটি -ঢাকা রুটে যুক্ত হলো চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন।এর আগে নীলসাগর এক্সপ্রেস নামে একটি ট্রেনটি ২০০৭ সালে ১ ডিসেম্বর ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর রুটে চালু করেন তৎকালীন তত্বাবধায়ক সরকার। ট্রেনটি চিলাহাটি থেকে চালুর করার কথা থাকলেও সৈয়দপুর-চিলাহাটি পুরাতন রেল পরিকাঠামোর কারণে ট্রেনটি সৈয়দপুর থেকে যাত্রা শুরু করে। অবশেষে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ট্রেনটি চিলাহাটি থেকে চলাচল শুরু করে।

চিলাহাটি- ঢাকা- চিলাহাটি রুটে নতুন আন্ত:নগর ট্রেন এর নামকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক
উদ্বোধনের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র নং ০৩.০০.০০০০.০০৩.১৮.০০১.১৩৬, প্রজ্ঞাপনে ও ২৮ মে, ২০২৩ তারিখে উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ০৪/০৬/২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় গণভবন প্রান্ত হতে চিলাহাটি- ঢাকা- চিলাহাটির মধ্যে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চলাচলের জন্য শুভ উদ্বোধন করতে (ভার্চুয়াল) সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, উদ্বোধন অনুষ্ঠানের অন্য প্রান্ত হলো চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী।

সংবাদটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

error: Content is protected !!