ঘন বর্ষায় এবার ডেঙ্গু ভাইরাসের মোকাবেলা করতে ময়দানে নামলেন উস্তি অঞ্চলের উপপ্রধান মিকাইল মোল্লা

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অন্তর্ভুক্ত উস্তি অঞ্চলের উপপ্রধান মিকাইল মোল্লা তিনি তার পঞ্চায়েত এলাকায় যাতে ডেঙ্গু ভাইরাসের প্রতিরোধ করা যায় তার জন্য লোকজন নিয়ে পাড়ায় পাড়ায় ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ রুখতে প্রে মেশিন থেকে ঔষধ ছিটিয়ে দিলেন। এদিন নাজরা, দেউলা এবং গাজীর মোড় এবং মোল্লা পাড়ায় ও মন্ডল পাড়া এলাকায় ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধ করতে নিজে এগিয়ে যান।এবং ডেঙ্গু ভাইরাসের প্রতিরোধ ঔষধ প্রে মেশিন গান দিয়ে ছিটকে দেন খাল ও নালা এবং আবর্জনা এলাকা। তার উস্তি অঞ্চলের প্রায় ৩০হাজার, মানুষ যাতে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারে তার জন্য এই প্রচেষ্টা চালান। উস্তি অঞ্চলের উপপ্রধান মিকাইল মোল্লা ও তার এলাকায় সমস্ত পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিয়েছেন যে, কোন প্রকারে এই ঘন বর্ষায় যাতে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি বৃদ্ধি না পায়। তার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি ইতিমধ্যেই তার এলাকায় স্বাস্থ্য সংস্থার কর্মীদের সঙ্গে আলোচনা করেন ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে সবধরণের ব্যাবস্থা নেওয়ার জন্য। এবং আশা কর্মীদের বলেন যে তারা যেন প্রতিটি গ্রাম ঘুরে দেখেন যে কোথাও ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কি না। সাথে সাথে মেডিকেল টিম তৈরি করা হয়েছে ডেঙ্গু ভাইরাসের মোকাবেলা করতে। এই ব্যাপারে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও গনপরিবহন দপ্তর এর কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা। সেই সঙ্গে তাঁর সাথে সহায়তা করতে এগিয়ে এসেছেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা। তারা প্রত্যেকেই চান প্রতিটি এলাকা থেকে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি থেকে সাধারণ মানুষের রেহাই পান। তার জন্য মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন তিনি ১১টি, অঞ্চলের প্রধান ও উপপ্রধান কে নির্দেশ দিয়েছেন যে কোন প্রকারে মগরাহাট পশ্চিমের মানুষ ডেঙ্গু ভাইরাসের হাত থেকে মুক্তি পান। তবে তার নির্দেশ কে মাথায় রেখে আজ মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের উপপ্রধান মিকাইল মোল্লা নিজের এলাকায় ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি থেকে রেহাই পেতে ডেঙ্গু ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা রুখতে প্রে মেশিন গান নিয়ে ময়দানে নেমেছেন।

error: Content is protected !!