গ্রীষ্মকাল

লেখক: রীতা দাস
প্রকাশ: 7 months ago

গ্রীষ্মকাল

রীতা দাস

তাপদাহে জড়িত দেহে ঘাম বহিত,
এসেছে গ্রীষ্ম পরিবেশ শুষ্ক।
চারিদিকে তাপ নাই কোনো মাপ,
পোড়াবে বেশ নাই শেষ।

আলোরিত পরিবেশ নাই অন্ধ,
চারিদিক দগ্ধ শীতলতা বন্ধ।
কাঠফাটা রোদে জীবন না বাঁচে,
সারাক্ষন ছটফট করে মনের মাঝে।

ভালো- খারাপ দুটোই আছে মাঝে তার,
অকৃপন হাতে দান করে কত মিষ্ট ফল।
তীব্র গরমে প্রকৃতির হাওয়া,
জীবন বাঁচিয়ে দেয় যে বেলা।

গ্রীষ্ম আসে হেলাতে জীবনকে নাড়াতে,
গ্রীষ্ম বলে সহ্য করো
মিষ্ট ফল ঠিকই পাবে।
সহ্য করো তুমি নিজে…!!!

সংগ্রহ: সুজন বিশ্বাস

error: Content is protected !!