Tuesday, February 4, 2025

গোপালগঞ্জে সাংবাদিক এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

১৮ই জুলাই মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জের প্রেস ক্লাবের সামনে জেলার সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যেগে সাংবাদিক হাজী কাবুল এর বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার ও হাজী কাবুলকে অবিলন্বে মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব,গোপালগঞ্জ এ্যাম্বুলেন্স মালিক সমিতির সহ-সভাপতি হাজী কাবুল মিয়াকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়ের আইন শৃংখলা সভা থেকে বের হবার পর পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়,গত কয়েকদিন পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলার মিয়া বাড়ী ও চর সোনাকুড় এর মাঝে পূর্বের রেস ধরে মারামারির সৃষ্টি হয়, ঐ মারামারিতে চর শোনাকুড়ের একজন আহত হয়। ঐ আহত ব্যক্তি কে নিয়ে শুরু হয় এলাকা ভিত্তিক নোংড়া রাজনীতি।

গোপালগঞ্জ বাসীর একটাই প্রশ্ন রেশারেশি করে নির্দোষ ব্যক্তিদের নামে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ব্যপারটা তদন্ত করে দেখবে কে ? এগুলো দেখার দায়িত্ব কার, কেউ মামলা দিলে তা তদন্ত করে দোষিদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব। এই ভাবে নির্দোষ লোকদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতার এর ঘটনা ঘটতে থাকলে পুলিশের উপর থেকে সাধারন মানুষের ভরসা উঠে যাবে।

মানব বন্ধনে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জোবায়ের হোসেন বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক সেই সাথে আমাদের সহকর্মী হাজী কাবুলের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার সহ মুক্তি দেওয়া হোক।

মানব বন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে নির্দোষ লোকজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এক দল কুচক্রী মহল। হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক। যাদের কে মিথ্যা ও হয়রানি মুলক মিথ্যা মামলা দেওয়া হয়েছ এবং গ্রেফতার করা হয়েছে তাদের কে মুক্তি প্রদান করা হোক। তিনি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাজী কাবুল এই হামলার সাথে জড়িত নয়, তাকে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দেওয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। আমরা মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে হাজী কাবুলকে মুক্তির দাবী জানাচ্ছি।

সাংবাদিক কাবুলকে যে সকল চক্রান্তকারীরা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হোক।এ ব্যপারে গোপালগঞ্জ রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাই টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল হক বলেন, বিএমইউজে এর সদস্য সচিব হাজী কাবুলের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা তদন্ত করে তাকে মুক্তি প্রদান করা হোক।

গোপালগঞ্জ জেলা চ্যানেল এস টিভির প্রতিনিধি কাজী মাহামুদ বলেন মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক হাজী কাবুলকে অতি দ্রুত মুক্তি প্রদান করা হোক সেই সাথে তার বিরুদ্ধে যারা চক্রান্ত করে মামলা দিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সহ সাধারন সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কে,এম সাইফুর রহমান, বিএমইউজে এর গোপালগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রহমান জুয়েল, চ্যানেল এস গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কাজী মাহামুদ, ফাল্গুনী টিভির মনির মোল্লা,দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, দৈনিক দেশের কন্ঠের পলাশ সিকদার, আলোকিত প্রতিদিনের শিহাব মোল্লা, সাংবাদিক রেজাউল হক রাজু, ইনামুল সিকদার অনিক, সাইফুল ইসলাম, গোলাম রাব্বানী সহ ভুক্তভোগী পরিবার সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

চাম্পাহাটী ভীষ্মদেব গান মেলা উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর চাম্পাহাটী ভীষ্মদেব গান মেলা শুরু হয়েছে।...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

সোহেল রানাঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শার্শা স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন...

রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বাম তীরে ভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প...

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

আরিফা হক,নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন বিদেশে থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক...