গোদাগাড়ীতে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 12 hours ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী:

উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে ডাইংপাড়া (বণিক) সমবায় সমিতির ভোট গ্রহণ চলছে।
২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হবে। বণিক সমিতির মোট ভোটার সংখ্যা ২৬০ জন। সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

অন্যান্য পদগুলোতে ১৮ জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ আসাদুজ্জামান মিলন, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন মোঃ তাজিমুল হক, সহ- সভাপতি, মোঃ আব্দুস শামীম, সহ-সভাপতি, মোঃ শরিফুল ইসলাম, সম্পাদক, মোঃ তৌহিদুল ইসলাম, সম্পাদক, আলী আহম্মদ, কোষাধ্যক্ষ মোঃ আঃ রহমান,কোষাধ্যক্ষ, মোঃ আঃ রহিম
সদস্য, মোঃ লতিফুর রহমান, সদস্য
মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ আবু হাসান, সদস্য, মোঃ আতাউর রহমান, সদস্য, মোঃ আশরাফুল হক,
সদস্য, মোঃ রবিউল আওয়াল, সদস্য, মোঃ মাহফুজুল বারী, সদস্য, মোঃ রুহুল আমিন সেলিম, সদস্য, মোঃ আব্দুল্লাহ, সদস্য
সম্পাদক পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহণ চলছে।

ভোটারদের ভোট দিতে কোন প্রতিবন্ধকতা নেই। সকাল থেকে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দেন। আমিও আমার ভোটটি দিয়েছি। সদস্য প্রার্থী মো: আব্দুল্লাহ বলেন, অনেক দিন পর মানুষ তার স্বাধীন মত প্রকাশ করার সুযোগ পেয়েছে।তারা কোন ভয়ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে এসে ভোট দেন।

error: Content is protected !!