গাজীপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি ঃ

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে “টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ” শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি এসডিজির ১৭টি অভীষ্ট অর্জনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার দপ্তর কর্তৃক সুনির্দিষ্ট করে দেওয়া ৩৯+১টি লক্ষ্যমাত্রায় গাজীপুর জেলার বর্তমান অর্জন সম্পর্কে আলোকপাত করেন।

বিভিন্ন সূচকে গাজীপুর জেলার বর্তমান অর্জন বৃদ্ধি করার লক্ষ্যে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি গাজীপুর জেলার উন্নয়নের ইতিহাস, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ভূ-উপরিস্থ পানির যথাযথ ব্যবহার, খাস জলমহাল উদ্ধার, বনাঞ্চল উদ্ধার, ইটিপির ব্যবহার, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বিষয়ে আলোকপাত করেন।

 

সর্বোপরি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ভবিষ্যতের সোনার বাংলা গড়ার স্বপ্ন অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!