গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক্সপোজার ভিজিট সম্পন্ন

লেখক: আলিফ আরিফা
প্রকাশ: 3 weeks ago

আরিফা হক গাজীপুর প্রতিনিধি ঃ

গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আওতায় এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার
বক্তারপুরে বাংলার প্রথম স্বাধীন জমিদার ঈশা খাঁর সমাধি পরিদর্শন করেন রাজশাহী ও গাজীপুরের সিএসও বৃন্দ। এরপর পানজোড়ায় এক উঠান বৈঠকে যোগদান করেন ভিজিট টিমের ৪০ জন অংশীজন। উঠান বৈঠকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার বৈষম্য দূরীকরণে করণীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সিএসও সদস্য রওশন আরা।

এরপর কালীগঞ্জে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সেন্ট নিকোলাস গীর্জা পরিদর্শন করেন সবাই।
মধাহ্নভোজের পব অগ্নি প্রকল্পের কর্মসূচি বাস্তবায়ন নিয়ি অর্জিত অভিজ্ঞতা সবার মাঝে উপস্থাপন করেন রাজশাহীর সিএসও সদস্য শারমিন আক্তার ও গাজীপুরের শ্রীপুরের সিএসও সদস্য সেলিনা আক্তার।

সবশেষে সমাপনী মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ারিং মিটিং সঞ্চালনা করেন অগ্নি প্রকল্প এর সমন্বয়কারী আসমা রুবা। মুক্ত আলোচনার মর্ডারেটর হিসেবে গাজীপুর জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ও রাজশাহী জেলা ব্যবস্থাপক মো. হাসিবুল হাসান পল্লব ও ডাটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট মো. মহসিন আলী
এ সময় উপস্থিত ছিলেন।

error: Content is protected !!