ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আট আট বার ইডি র ডাকে সাড়া না দেওয়ায় কারণে গতকাল আচমকা ইডি র আধিকারিকের দল হানা দেয় ভারতের আম আদমি পার্টি সভাপতি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারণ হিসেবে দেখানো হয়েছে যে তার আয়ের উৎস ঠিক মতো দেয়নি। তাঁকে বহুবার ডাকা হয় ইডি র তরফে। কিন্তু তিনি কোন বার সাড়া দেন নি।
অবশেষে গতকাল গভীর রাতে ইডি হানা দেয়। এবং তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে। এবং দিল্লি র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। কিন্তু দিল্লি র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে ইডি নিয়ে যাবার সময় দিল্লি হাইকোর্টের বিচারপতি কাছে জামিন চান। কিন্তু জামিন মঞ্জুর না হওয়ায় তিনি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র কাছে জামিন মঞ্জুর জন্য আবেদন করেন। আজ তার শুনানি চলছে। এর আগে ইডি ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কে গ্রেফতার করে।
সেবার তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। কিন্তু দিল্লি র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লি র মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নি। তিনি জেলের ভেতর থেকে দিল্লি র সরকার চালিয়ে যাচ্ছেন।