খুলনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভার উদ্বোধন আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

বর্ণাঢ্য র‌্যালিটি জেনারেল হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর পিকচার প্যালেস মোড়ে এসে শেষ হয়। পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত পথসভায় সিভিল সার্জন বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ¦র, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। এডিস মশার বংশবিস্তাররোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সমাজের সর্বস্তরের জনগণের মধ্যে ডেঙ্গুজ¦র ও এডিস মশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ডেঙ্গুজ¦র প্রতিরোধে বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরে এবং এর আশেপাশে যে কোন পাত্রে জমেথাকা পানি সপ্তাহে একবার ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যায়। এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারলেই এ রোগ প্রতিরোধ করা যাবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রধান লক্ষণ হলো জ¦র। তাছাড়া ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির মাথাব্যাথা, বমি, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা হয়ে থাকে। এর যেকোন একটি লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরার্মশ নিতে হবে।

পথসভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসএম মুরাদ হোসেন, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাজমুল কবীর, নাক-কান-গলা বিভাগের কনসালটেন্ট ডাঃ কাজী আবু রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালি ও পথসভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা, ও উন্নয়ন সহযোগী সংস্থার কর্মীরা অংশ নেন। খুলনা সিভিল সার্জন দপ্তর এ র‌্যালি ও পথসভার অনুষ্ঠানের আয়োজন করে।

error: Content is protected !!