খাটি আর ভেজাল পরীক্ষায় দিয়ে পাস করেই নৌকা পেয়েছি মেহের আফরোজ চুমকি

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি:

কালীগঞ্জ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিলা আওয়ামী লীগের সভাপতি, বার বার নির্বাচিত সাংসদ ও সাবেক শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, ক্লিন ইমেজ ও শান্তি কন্যা
মেহের আফরোজ চুমকি। তিনি
এলাকায় তার উন্নয়ন ও নানা কর্মকান্ড তুলে ধরে ভোটারদের উদ্দেশ্য বলেন –
খাটি আর ভেজাল পরীক্ষায় দিয়ে পাস করেই নৌকা প্রতীক পেয়েছি। আমি কোনো ভেজাল করিনি, নির্ভেজালদেরই শেখ হাসিনা নৌকা দিয়েছেন।

দেশের যে কোনো স্থানে যাবেন, আমার কথা বললে মানুষ অপমান করবে না বরং
সম্মান করবে। দীর্ঘদিন রাজনৈতি করে এতটিকু সম্মান অর্জন করেছি।
দেশের উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই।
শেখ হাসিনা দেশের মানুষের দু:খ কষ্ট বুঝেন।
তিনি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্যই দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। দিন যত যাচ্ছে আমাদের (নৌকার) তত জনস্রোতে পরিণত হচ্ছে। এ নির্বাচন হলো একটা এনজয়।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার জাঙ্গালীয়া, জামালপুর, বক্তারপুর, বেরুয়া, ভ্রামনগাো, আজমতপুরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন চুমকি এমপি।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মুর্শিদ কুলি খান, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর, মাজেদুল ইসলাম সেলিম, চেয়ারম্যান খায়রুল আলম, গাজী সারোয়ার হোসেন,অলিউল
ইসলাম অলি, মবিন খান উজ্জ্বল, আলমগীর হোসেন খান, নুরুল ইসলাম, মাহমুদুর রহমান টুটল, কাজল মাষ্টার ও মাহবুবুর রহমান শাহিন দর্জী প্রমূখ।

error: Content is protected !!