খাগড়াছড়িতে বণার্ঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৩ পালিত

লেখক:
প্রকাশ: 1 year ago

হলাপ্রম্নসাই মারমা, খাগড়াছড়ি
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বণার্ঢ্য আয়োজনে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৩ পালিত হয়েছে।
জেলা মৎস্য কাযার্লয় আয়োজনে আজ (২৫ জুলাই) মঙ্গলবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী বের হয় জেলা মৎস্য অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালীটি ক্ষুদ্র নৃ—গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পৌঁছলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে ক্ষুদ্র নৃ—গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক শতরুপা চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মো. তোফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া প্রমুখ।


জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৩ উপলক্ষে জেলা শ্রেষ্ঠ ৪ জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকতার্ ড. মো: আরিফ হোসেন । এসময় সহকারী মৎস্য কর্মকতার্ শরৎ কুমার ত্রিপুরা, মৎস্যচাষী বৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে হর্টিকালচার পার্কের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথি বৃন্দ।

 

 

error: Content is protected !!